সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার ওই নদী এলাকার সুজাপুর নামকস্থানে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং ওইদিন রাতে নির্বাহী ম্যজিস্ট্রেট ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই ফুলজোড় নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন থামছেই না। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে এ বালু উত্তোলন করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান আলোকিত বাংলাদেশকে বলেন, এ অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।